yami gautam: প্রকাশ্যে Yami Gautam-এর এক্সক্লুসিভ ছবি! হইচই নেটপাড়ায় – yami gautam makes her first public appearance post her wedding in this traditional green silk saree, sindoor and mangalsutra

Share Now

এই সময় ডিজিটাল ডেস্ক: ETimes-এর হাতে এল Yami Gautam-এর এক্সক্লুসিভ ছবি। বিয়ের পর এই প্রথম নববধূকে দেখা গেল প্রকাশ্যে। নিজের ইনস্টাগ্রামে বিয়ের নানা আচার অনুষ্ঠানের একাধিক ছবি ইতোমধ্যে শেয়ার করেছেন ইয়ামি গৌতম। এবার সামনে এল নববধূর ট্র্যাডিশনাল সাজের একটি ছবি। পান্না সবুজ রঙের সিল্কের শাড়িতে অনন্যা ইয়ামি। সিঁথি ভরা সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে বিয়ের লাল চুড়ি। একগাল হাসি নিয়ে ক্যামেরার সামনে ক্যানডিড Yami Gautam-এর এই ছবি নিঃসন্দেহে নেটিজেনদের মন জয় করে নেবে।
দেখে নিন এক ঝলকে…

ইয়ামির এই সেই ছবি

করোনা আবহে বলিউডে সুখবর! বিয়ে করলেন ইয়ামি গৌতম
বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠানের ছবি একে একে পোস্ট করতে থাকেন Yami। তেমনই একটি ছবিতে মজার ছলে কমেন্ট করেন তাঁর বেশ কয়েকজন ইন্ডাস্ট্রি-ফ্রেন্ড। তাঁদের মধ্যে রয়েছেন Ayushmann Khurrana এবং Vikrant Massey। ইয়ামির একটি লাল শাড়ি পরা ছবিতে বন্ধু বিক্রান্ত মাসে কমেন্ট করেন, ‘রাধে মা-র মতোই পবিত্র।’ তাঁর এই মন্তব্যে নববধূর কোনও আপত্তি না থাকলেও, বেজায় চটেছেন Kangana Ranaut। বিক্রান্তকে নিশানা করে কঙ্গনা লেখেন, ‘এই আরশোলা কোথা থেকে এল! কেউ আমার চপ্পলটা নিয়ে এস!’
না, শুধু বিক্রান্ত মাসে নন। কঙ্গনা রানাওয়াত চটেছেন আয়ুষ্মান খুরানার উপরেও। তা আয়ুষ্মানের অপরাধ কী? ইয়ামির ছবিতে মজা করে লেখেন, ‘একদম জয় মাতা দি টাইপ ফিলিং হচ্ছে। তোমরা দু’জন জ্বালাজি গিয়েছিলে নাকি!’ ফের ধমকে দেন কঙ্গনা। লেখেন,’হিমাচলের নববধূরা সবচেয়ে গর্জাস। দেবীর মতোই ঐশ্বরিক দেখতে লাগে।’


‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (Uri: The Surgical Strike) ছবির পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইয়ামি। টুইট করে নিজেই সুখবর দিয়েছেন অভিনেত্রী।

টুইটারে ইয়ামি গৌতম (Yami Gautam) লিখেছেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আপনাদের সকলের থেকে ভালোবাসা, আশীর্বাদ চাই’। উল্লেখ্য, ‘উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ইয়ামি ও আদিত্য। এ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আদিত্য। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর (Bhumi Pednekar)।

ইয়ামিকে শুভেচ্ছা জানিয়ে ভূমি লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন ইয়ামি জি ও ভাইসাবককে। অবিশ্বাস্য…ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। অনেক ভালোবাসা’।করোনাভাইরাসের আবহে যখথন চারদিকে নেতিবাচক খবরের ঢেউ, সেখানে ইয়ামি যে সুখবর দিলেন, তাতে খুশির হাওয়া বলিউডে।Source link