Sreelekha Mitra Comments On Indian Male And Her Choice About Dating – ভারতীয় পুরুষে অরুচি! সঙ্গী রহস্য ফাঁস করলেন শ্রীলেখা | Eisamay

Share Now

এই সময় ডিজিটাল ডেস্ক: নিজের পছন্দ-অপছন্দ নিয়ে বরাবরই স্পষ্টবাদী শ্রীলেখা। কোনও কথা নিয়ে রাখঢাক নয় বরং খোলাখুলি জানাতেই পছন্দ করেন অভিনেত্রী। সে রাজনৈতিক মতাদর্শ হোক বা সহকর্মীর পোস্ট নিয়ে নিজের বক্তব্য। ডেটিংয়ের জন্য কেমন ছেলে পছন্দ শ্রীলেখার আর কোন ধরনের ছেলে একদম বাতিল সবটাই খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী। সঙ্গে ডেটিং সেশনের এক ঝলক পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।

নয়া পোস্টে শ্রীলেখা নিজেই জানিয়েছেন ডেটিংয়ের জন্য তাঁর ভারতীয় ছেলে একদম পছন্দ নয়। অভিনেত্রীর মতে, ভারতীয় ছেলেদের একদম ডেট করা যায় না। বরং কাজের সঙ্গেই ডেট করতে ভালবাসেন বলে স্বীকারোক্তি শ্রীলেখার। অভিনেত্রীর পোস্টে ব্যাপক শোরগোল নেটপাড়ায়।

আসলে কড়া বিধিনিষেধ উঠতেই নিজের ছবির ‘বেটার হাফ’ ছবির মিউজিক রেকর্ডিংয়ের কাজে স্টুডিওতে গিয়েছিলেন শ্রীলেখা। সেখান থেকেই একটি ছোট লাইভ করেন তিনি। কাজের কথা প্রসঙ্গেই মজা করে ওই মন্তব্য করেন অভিনেত্রী।


Source link