srabanti: কেউ পাথর ছুড়লে তা দিয়েই মহল তৈরি করুন, শ্রাবন্তীর পোস্ট – bengali actress srabanti instagram story goes viral on internet

Share Now

হাইলাইটস

  • এক ব্যবসায়ীর প্রেমে নাকি ফের হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী
  • শ্রাবন্তীর ইনস্টাগ্রামে উঁকি মারুন! দেখবেন, প্রেমিকের লাইক রয়েছে
  • কী স্টোরি পোস্ট করলেন শ্রাবন্তী?

এই সময় ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় শ্রাবন্তী কিছু পোস্ট করলেই, তা নিয়ে তোলপাড় পড়ে যায়৷ নেটিজেনরা শ্রাবন্তীকে নিয়ে ট্রোল করতে যেন সব সময় রেডি৷ তারপর এখন তো শ্রাবন্তী আর শুধু অভিনেত্রী নেই৷ তিনি এখন বিজেপির হয়ে নির্বাচনের মাঠে নেমেছেন৷ আর তাই তো শ্রাবন্তী এখন সব আড্ডার প্রধান আলোচনার বিষয়৷

ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে এক ব্যবসায়ীর প্রেমে নাকি ফের হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী৷ এই প্রেমের বয়স নাকি ইতিমধ্যেই হয়েছে একমাস৷ ভোটের প্রচার চলছে, দারুণ ব্যস্ত শ্রাবন্তী৷ তারই মাঝে প্রেমিকের সঙ্গে এক মাসের প্রেমের জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেত্রী৷ তবে এই নিয়ে প্রকাশ্যে কোনও মুখ খুলছেন না কেউ-ই৷ কিন্তু শ্রাবন্তীর ইনস্টাগ্রামে উঁকি মারুন! দেখবেন, প্রেমিকের লাইক রয়েছে!

তবে এ গল্প শ্রাবন্তীর নতুন প্রেমের নয়৷ বরং অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ ইনস্টা স্টোরি নিয়েই৷

তা কী স্টোরি পোস্ট করলেন শ্রাবন্তী?

শ্রাবন্তীর ইনস্টা স্টোরিতে দেখা গেল লম্বা একটি পোস্ট৷ সেই পোস্টে লেখা, ‘তোমাকে সবাই পাথর ছুড়লে, সেই পাথর তুমি তাদের দিকে ছুড়ে দিও না৷ বরং পাথর গুলো নিজের কাছে রাখো৷ আর তা দিয়েই মহল তৈরি কর নিজের৷’

Srabanti

শ্রাবন্তীর স্টোরি (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)

রোশনের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক এখনও একইরকম৷ না রোশন এই নিয়ে মন্তব্য করতে চান, না শ্রাবন্তী৷ শেষমেশ কি ডিভোর্সের পথেই যাবেন শ্রাবন্তী-রোশন? তা নিয়েও স্পষ্ট কেউ কোনও কথা বলেন না৷ শুধুই মাঝে মধ্যে ইনস্টাগ্রাম পোস্টে ‘ইগো’র লড়াইয়ে মেতে ওঠেন শ্রাবন্তী-রোশন৷ দু’জনেই শুরু করেন ইঙ্গিতপূর্ণ পোস্ট৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


Source link