Satish Kaul: প্রয়াত ‘মহাভারত’-এর ইন্দ্র সতীশ কৌল – mahabharat actor satish kaul dies at 74 due to covid

Share Now

হাইলাইটস

  • তাঁর আক্ষেপ ছিল এতদিন অভিনয় করেও
  • হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা
  • বলিউড স্টারেরা করোনা আক্রান্ত হওয়ার খবর

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা থাবায় প্রাণ গেল বলিউড অভিনেতা সতীশ কৌল৷ গত শনিবার লুধিয়ানায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ বি আর চোপড়ার ম্যাগনাম অপাস ধারাবাহিক মহাভারতের দেবরাজ ইন্দ্র৷ অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর৷ তবে শুধুই মহাভারত নয়, পঞ্জাবি এবং হিন্দি ছবিতে অভিনয় করেও সমান জনপ্রিয় ছিলেন সতীশ কৌল৷

গত বছর লকডাউনে সময় থেকেই অর্থনৈতিক সমস্যায় পড়েছিলেন তিনি৷ তা নানা সাক্ষাৎকারেও অভিনয় বলেছিলেন স্পষ্ট৷ লুধিয়ানায় একটি অ্যাক্টিং ক্লাসও চালাতেন৷ শেষের দিকে সেখান থেকেই রোজগার হতো অভিনেতার৷ এমনকী, আর্থিক দিক থেকে এতটাই বিপন্ন ছিলেন অভিনেতা যে যেকোনও চরিত্রেই অভিনয় করবে বলে ঠিক করেছিলেন৷ তাঁর আক্ষেপ ছিল এতদিন অভিনয় করেও, নিজের একটা বাড়ি বানাতে পারেননি৷ অভিনেতা সতীশ কৌশলের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷

অন্যদিকে, দেশে ফের করোনা বেড়েই চলেছে৷ হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ শুরু হয়েছে নাইট কার্ফু৷ এরই মাঝে পর পর বলিউড সেলিব্রিটিরা আক্রান্ত হচ্ছেন৷ গত বছর অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তারপর একে একে বলিউড স্টারেরা করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন৷ সম্প্রতি আমির খান, আর মাধবন রণবীর কাপুর, সঞ্জয়লীলা ভনশালী, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদী, তারা সুতারিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ করোনা আক্রান্ত হয়ে নিজেকে ঘরবন্দি করেছেন আলিয়া ভাট৷ করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ভূমি পেদনেকারও৷ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাপি লাহিড়ী৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


Source link