salman khan: থমকে গেল বলিউড! বন্ধ পাঠান, আদিপুরুষ, টাইগারের শুটিং – srk pathan, salman khan tiger 3, prabhas adipurush shooting stops due to covid 19 situation in maharashtra

Share Now

হাইলাইটস

  • বন্ধ হল শাহরুখের ‘পাঠান’, সলমানের ‘টাইগার ৩’ এবং প্রভাসের ‘আদিপুরুষ’ ছবির শুটিং।
  • বর্ধিত করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি করেছে উদ্ধব ঠাকরে সরকার।
  • ফিরেছে জনতা কার্ফুর স্মৃতি।

এই সময় ডিজিটাল ডেস্ক: বন্ধ হল শাহরুখের ‘পাঠান’, সলমানের ‘টাইগার ৩’ এবং প্রভাসের ‘আদিপুরুষ’ ছবির শুটিং। বর্ধিত করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি করেছে উদ্ধব ঠাকরে সরকার। ফিরেছে জনতা কার্ফুর স্মৃতি। যার জেরেই ফের থমকে গেল বি-টাউন।

চলতি মাসের ১৩ এবং ১৪ তারিখ পাঠান ছবির শুটিং বন্ধ রাখা হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছিল, এক ক্রু সদস্যের করোনা পজিটিভ হওয়ার পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও টিমের তরফ থেকে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এদিকে ক্যাটরিনা কাইফ কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই টাইগার ৩ এর শুটিং করার ক্ষেত্রেও বিড়ম্বনা সৃষ্টি হয়েছিল। যদিও আদিপুরুষ ছবির শুটিং দ্রুতগতিতেই চলছিল বলে জানা গিয়েছে।

তবে শুধু ওই তিনটি ছবি নয়। বলিউডের ছোট, বড়, মাঝারি সব প্রজেক্টেই ফের থাবা বসিয়েছে করোনা। বছরব্যাপী লকডাউনের পর, এমনিতেই প্রচুর ছবির শুটিং আটকে গিয়েছিল। সিনেমা হলের ঝাঁপ বন্ধ থাকার কারণেও ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল প্রযোজকদের। যে কারণে OTT কিংবা লকডাউন ফিল্মসের উপর জোর দেওয়া হচ্ছিল।

করোনার থাবা, পিছিয়ে গেল কঙ্গনার ‘থালাইভি’র মুক্তি
তবে এই মুহূর্তে মহারাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। পরপর করোনায় আক্রান্ত হচ্ছিলেন অক্ষয় কুমার, আমির খান, ভিকি কৌশল, ভূমি পেদনেকার, রণবীর কাপুর, আলিয়া ভাট, গোবিন্দ সহ একঝাঁক অভিনেতা।

২৬ হাজার টাকার মাস্ক মুখে ‘করোনা জ্ঞান’ করিনার
আসলে লকডাউন উঠতেই ধীরে ধীরে সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন বলিউড স্টারেরা৷ দেখা গিয়েছে, যেসব অভিনেতা, অভিনেত্রীদের সিনেমার শুটিং শুরু হয়েছে, তাঁদের মধ্যেই করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা গিয়েছে৷ এই যেমন ব্রহ্মাস্ত্র ছবির শুটিং করছিলেন রণবীর কাপুর৷

টিকা নিয়েও করোনা আক্রান্ত নগমা
অন্যদিকে, ‘গঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন আলিয়া ভাট৷ রামসেতু-র শুটিং সদ্য শুরু করেছিলেন অক্ষয়৷ রামসেতু ছবির নায়ক অক্ষয় সহ শুটিং ইউনিটে প্রায় ৪৫ জনের শরীরে করোনা ধরা পড়ে। তা জানতে পেরেই অভিনেত্রী জ্যাকলিন ও নুসরত কোয়ারেন্টাইনে নিয়ে চলে গিয়েছিলেন।

করোনা আক্রান্ত ক্যাটরিনা কাইফ
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


Source link