Nusrat Jahan Clicked In Bold Sports Attire – অন্তর্বাসে নুসরত! দাউ দাউ জ্বলছে নেটপাড়া | Eisamay

Share Now

এই সময় ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সাংসদ নুসরতের সোশ্যাল পোস্টে একের পর এক বিস্ফোরণ। কখনও জীবনের চেম্বার অফ সিক্রেট-এর কিছু ঝলক দেখাচ্ছেন তো কখনও তাঁর বোল্ড অবতারে আগুন ধরাচ্ছেন নেটপাড়ায়। অভিনেত্রী সাংসদের সোশ্যাল হ্যান্ডেল রোজই উষ্ণতা ছড়াচ্ছে অনুরাগীদের মনে।

মাসখানেক ধরেই বিনোদনের শিরোনামে নুসরত জাহান। কখনও তাঁর ব্যক্তিগত জীবন, কখনও সহ অভিনেতা যশের সঙ্গে তাঁর সম্পর্কের লুকোচুরি, কখনও ক্যামেরা সামনে বোল্ড অ্যান্ড হট লুকে নুসরতের ধরা দেওয়া। ডিজাইনার কাঁধ খোলা বোল্ড গাউনের পর এবার অন্তর্বাসে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরলেন এই টলি কুইন। চিতা প্রিন্টে গোলাপি স্পোর্টস ব্রা তো কখনও কালো গোলাপি অন্তর্বাসে লাস্যময়ী নুসরতের এমন জ্বালা ধরানো রূপ আগে দেখেনি নেটপাড়া। স্বভাবতই সুন্দরী নুসরতের এমন মোহময়ী রূপ এর আগে কবে দেখা মিলেছিল মনে করতে পারছেন না অনুরাগীরাও। সব মিলিয়ে অভিনেত্রীর সোশ্যাল অ্যাকাউন্ট থেকে চোখ ফেরানো দায়।

যত দিন যাচ্ছে আরও সুন্দরী হয়ে উঠছেন নুসরত। নেটিজেনরা বলছেন অভিনেত্রীর প্রতিটি বোল্ড পোস্টের পিছনে রয়েছে অন্য ইঙ্গিত। তবে কী ব্যক্তিগত জীবনে উঠেছে ঝড়? গসিপের আড্ডায় খবর ভাসছে নুসরতের জীবনে একসঙ্গে সম্পর্কের ভাঙা-গড়া দুই চলছে। এমনকী অভিনেত্রীর পোস্টেও তারই ইঙ্গিত বলে মনে করছে নেটপাড়া। কয়েকদিন আগে নুসরত ইনস্টা স্টোরিতে পোস্ট করেছিলেন- ‘একজন ভালোবাসার নামে আঘাত দেয় আর একজন ভালোবাসার নামে সে আঘাত মুছিয়ে দেয়।’


Source link