Nusrat Jahan: ‘নুসরত কি মিথ্যা কথা বলেছেন সংসদে?’ সাংসদের বিয়ে-বিতর্কে প্রশ্ন BJP নেতার – bjp leader amit malviya targets tmc mp actress nusrat jahan

Share Now

হাইলাইটস

  • সংসদে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করার সময় তৃণমূল সাংসদ বললেন, ‘আমি নুসরত জাহান রুহি জৈন’
  • বিবাহ-বিতর্কের আবহে নুসরতের সেই শপথবাক্য পাঠের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ
  • আর এই ভিডিয়োকে হাতিয়ার করে এবার আসরে নামল BJP

এই সময় ডিজিটাল ডেস্ক: পরনে শাড়ি, সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া- একেবারে নববধূ সাজে সংসদে সেদিন নজর কেড়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। সংসদে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করার সময় তৃণমূল সাংসদ বললেন, ‘আমি নুসরত জাহান রুহি জৈন’। বিবাহ-বিতর্কের আবহে নুসরতের সেই শপথবাক্য পাঠের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ। আর এই ভিডিয়োকে হাতিয়ার করে এবার আসরে নামল BJP। সংসদে দাঁড়িয়ে কি নুসরত মিথ্যা বলেছেন? এমন প্রশ্নই তুলেছেন BJP-র অমিত মালব্য (Amit Malviya)।

টুইটারে অমিত মালব্য লিখেছেন, ‘কাকে তিনি বিয়ে করবেন, আর কার সঙ্গে তিনি থাকবেন, সেটা তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কারও মাথা ঘামানো ঠিক নয়। কিন্তু, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। সংসদে রেকর্ড রয়েছে, তিনি নিখিল জৈনের সঙ্গে বিবাহিত। তাহলে কি সংসদে তিনি মিথ্যা কথা বলেছেন?’

‘বিচ্ছেদ হতেই পারে, স্বীকার করাই উচিত’, নুসরতকে পরামর্শ সৌমিত্রের

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই নুসরতের মা হওার চর্চায় মেতে গোটা বাংলা। এই জল্পনার বেশ কয়েকদিন আগেই থেকেই টলিপাড়ার অন্দরে শোনা যাচ্ছিল, নুসরত আর নিখিল একসঙ্গে থাকছেন না। অভিনেতা যশের সঙ্গে নুসরতের প্রণয়ের খবর ঘিরে এই মুহূর্তে জোরদার চর্চা। যদিও তাঁরা কেউই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। এমন জল্পনার আবহেই বুধবার বিবৃতি প্রকাশ করে নুসরত দাবি করেন, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়েই হয়নি। তাঁরা লিভ-ইন করেছিলেন। অথচ ২০১৯ সালের ১৯ জুন তুরস্কে ঘটা করে নুসরত-নিখিলের বিয়ের আসর বসেছিল। কলকাতার এক বিলাসবহুল হোটেলে তাঁদের রিসেপশনে হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসেবে শপথের সময়ও নিজেকে বিবাহিত পরিচয় দিয়েছিলেন নুসরত। বসিরহাটের সাংসদের দাবি, তাঁদের এই বিয়ে বৈধ নয়। নুসরতের এই চাঞ্চল্যকর দাবির পরই শোরগোল পড়ে যায়।


Source link