music therapy: করোনায় বিধ্বস্ত জীবন, ‘ইমিউনিটি’ বাড়াবে গান! – music therapy can heal mind as most of the people fight with covid 19

Share Now

হাইলাইটস

  • ওষুধ, গরম জল নয় ‘ইমিউনিটি’ বাড়াবে গান!
  • মন দুর্বল হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অনেকেরই, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
  • করোনার ওষুধ না হোক, করোনার ভয়ের ‘ওষুধ’ লুকিয়ে রয়েছে গানের মধ্যেই।

এই সময় ডিজিটাল ডেস্ক: ওষুধ, গরম জল নয় ‘ইমিউনিটি’ বাড়াবে গান! দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। মহামারীর ভয়াবহতা শরীরের পাশাপাশি ক্ষতবিক্ষত মনও। মন দুর্বল হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অনেকেরই, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। করোনার ওষুধ না হোক, করোনার ভয়ের ‘ওষুধ’ লুকিয়ে রয়েছে গানের মধ্যেই। তাই বিনামূল্যেই সাধারণ মানুষের মনের দরজায় ‘মিউজিক থেরাপি’ পৌঁছে দিচ্ছেন সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র।

প্রতি মঙ্গল,বৃহস্পতি এবং শনিবার নিজের ফেসবুক পেজে গানের সম্ভার নিয়ে হাজির থাকছেন দেবজ্যোতি মিশ্র। সন্ধ্যা ৭টা থেকে তিনি শুরু করছেন এই অনুষ্ঠান। ‘মিউজিক থেরাপি’-র মধ্য দিয়ে মন ভালো করার এই পদক্ষেপ প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্র বলেন, ‘গানের চর্চা করার পাশাপাশি বিজ্ঞান নিয়ে আমি বিস্তর পড়াশোনা করি। মিউজিক মনকে শান্ত করতে পারে।

করোনার উত্তর ‘গুগাবাবা’ বা ‘হীরক রাজার দেশে’
এখন নতুন গান তৈরির থেকে বেশি প্রয়োদন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা। তাদের কাছে সুর আর গান পৌঁছে দেওয়া। এই মুহূর্তে মনের যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। গত বছরে শ্রমজীবী ক্যান্টিন যথেষ্ট ভালো কাজ করেছে,খুব ভালো সাড়া পাওয়া গিয়েছিল।একজন সঙ্গীত শিল্পী হিসেবে মনে হচ্ছিল আমি নিজে এই মুহূর্তে দাড়িয়ে সমাজকে কি দিতে পারি। সেই থেকেই সুরের আশ্রয় নেওয়া।বহু মানুষ তাঁদের মতামত জানিয়েছেন প্রথম দিনের অনুষ্ঠানে,আমরা গান নিয়ে আলোচনা করেছি,বিশিষ্ট অতিথিরা যেমন সুধেন্দু ব্যানার্জি,সৌম্যদীপ ভট্টাচার্যের মতো ডাক্তারও যেমন ছিলেন,কুমার মুখার্জির মতো গুণী ধ্রুপদী শিল্পীও ছিলেন।’

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেতা বিক্রমজিৎ কনওয়ারপালের
করোনা মহামারীর ফলে ভয়ে, আতঙ্কে গৃহবন্দী থেকে মনের রোগের শিকার হচ্ছেন অনেকেই। সম্প্রতি সময়ে বেশ কয়েকজন করোনা রোগী আত্মহত্যা পথ বেছে নিয়েছেন। সাধারণ মানুষের এই জীবনবিমুখ, হতাশ মনোভাব নিয়ে রীতিমতো মনোবিদদের একাংশ। তাঁদের কথায়, ‘মনের রোগের ক্ষতে বড় প্রলেপ হতে পারে মিউজিক থেরাপি।’

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


Source link