Mukesh Khanna News : ‘শক্তিমান’ মুকেশ খান্নার মৃত্যু-গুজব, সুস্থই আছেন অভিনেতা – mukesh khanna death hoax: shaktimaan actor rubbishes all the rumours

Share Now

এই সময় ডিজিটাল ডেস্ক: ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে একের পর এক দুঃসংবাদের ভিড়ে আরও একটা খবর শুনে বুক কেঁপে উঠেছিল অনুরাগীদের। মঙ্গলবারের সন্ধেয় হঠাৎ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল প্রয়াত শক্তিমান। খবরে শোকার্ত ভক্তকুলের RIP বার্তা পোস্টও শুরু হয়ে যায়। সংবাদ মাধ্যমের তরফে খবরটি খতিয়ে দেখতে গিয়েই জানা যায় বিষয়টি পুরোপুরি ভুয়ো। বহাল তবিয়তে সুস্থ আছেন মুকেশ খান্না।

নিজের মৃত্যুর খবর হেসে উড়িয়ে মহাভারতের ভীষ্ম পিতামহ বলেন, ‘সুস্থ আছি, ভাল আছি।’ ৯০ দশকের টিভি সিরিয়াল শক্তিমান চরিত্রের কারণে ছোট বড় সকলের মনের খুব কাছে রয়েছেন মুকেশ খান্না। বি আর চোপড়ার মহাভারতে পিতামহ ভীষ্মের চরিত্রে তাঁর অভিনয় সকলের মন জিতে নিয়েছিল। মুকেশ খান্নার এই বার্তা শুনে স্বস্তির নিশ্বাস অনুরাগীদের। যদিও সপ্তাহ তিনেক আগেই খান্না ফ্যামিলিতে ঘটেছে চরম দুর্ঘটনায়। হার্ট অ্যটাকে আচমকাই মারা যান অভিনেতা মুকেশের বড় ভাই সতীশ খান্না। এবার সপ্তাহখানেকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় মুকেশ খান্নার মৃত্যুসংবাদে চাঞ্চল্য ছড়ায় নেটিজেনদের মধ্যে।


Source link