madhubani goswami: ছেলের মা হলেন মধুবনী, কী নাম রাখলেন তারকা দম্পতি? – raja and madhubani goswami blessed with a baby boy

Share Now

এই সময় ডিজিটাল ডেস্ক: মা হলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী৷ তারকা দম্পতি মধুবনী-রাজা-র সংসারে এসেছে নতুন সদস্য৷ শুক্রবার ফুটফুটে পুত্র সন্তান জন্ম হওয়ার পরই সেলফি শেয়ার করলেন রাজা ও মধুবনী৷

সদ্য পৃথিবীতে আসা সন্তানের ছবি শেয়ার করে রাজা লেখেন, ‘আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন৷ ভালাবাসা দেবেন৷’ অন্যদিকে, মধুবনী লিখলেন, ‘ শুক্রবার ফুটফুটে পুত্র সন্তানের মা হলাম৷ কেশব সবাইকে হ্যালো বলছে৷’ এই ছবি দিয়েই মধুবনী জানিয়ে দিলেন তাঁরা ছেলের নাম রেখেছেন কেশব৷

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ভালবাসা ডট কম-এ ওম এবং তোড়ার চরিত্রে দেখা গিয়েছিল মধুবনী ও রাজাকে৷ সেখান থেকেই প্রেম শুরু৷ তারপরে বিয়ে৷ সোশাল মিডিয়ার মধ্যে দিয়েই মধুবনী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন৷ সোশাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবিও পোস্ট করেছিলেন মধুবনী৷ লিখেছিলেন, তাঁর জীবনে আসতে চলেছে নতুন সদস্য৷ তারপর থেকেই নেটিজেনরা অপেক্ষায় ছিল মধুবনীর থেকে সুখবর পাওয়ার জন্য৷ শেষমেশ ভোট নিয়ে যখন উত্তপ্ত গোটা বাংলা৷ সেই সময়ই সংসারে কৃষ্ণ আসার খবর দিলেন তারকা দম্পতি৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।Source link