Katrina Kaif Corona Positive: করোনা আক্রান্ত ক্যাটরিনা কাইফ – Bollywood Actress Katrina Kaif Tests Positive For Covid-19 | Eisamay

Share Now

এই সময় ডিজিটাল ডেস্ক: গতকালই গুঞ্জনে থাকা ক্যাটরিনার বয়ফ্রেন্ড ভিকি কৌশল করোনা আক্রান্ত হয়েছেন৷ আর এবার খোদ ক্যাটরিনাই আক্রান্ত হলেন করোনাভাইরাসে৷ তবে শুধুই বয়ফ্রেন্ড ভিকি নয়, অন্যদিকে ‘সূর্যবংশী’ ছবিতে তাঁর সহ অভিনেতা অক্ষয় কুমারও সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন৷

দেশে ফের করোনা বেড়েই চলেছে৷ হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ শুরু হয়েছে নাইট কার্ফু৷ এরই মাঝে পর পর বলিউড সেলিব্রিটিরা আক্রান্ত হচ্ছেন৷ গত বছর অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তারপর একে একে বলিউড স্টারেরা করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন৷ সম্প্রতি আমির খান, আর মাধবন রণবীর কাপুর, সঞ্জয়লীলা ভনশালী, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদী, তারা সুতারিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ করোনা আক্রান্ত হয়ে নিজেকে ঘরবন্দি করেছেন আলিয়া ভাট৷ করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ভূমি পেদনেকারও৷ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাপি লাহিড়ী৷

লকডাউন উঠতেই ধীরে ধীরে সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড স্টারেরা৷ দেখা গিয়েছে, যেসব অভিনেতা, অভিনেত্রীদের সিনেমার শুটিং শুরু হয়েছে, তাঁদের মধ্যেই করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা গিয়েছে৷ এই যেমন ব্রহ্মাস্ত্র ছবির শুটিং করছিলেন রণবীর কাপুর৷ অন্যদিকে ‘গঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন আলিয়া ভাট৷ রামসেতু-র শুটিং সদ্য শুরু করেছিলেন অক্ষয়৷ খবরে এসেছে রামসেতু ছবির শুটিং ইউনিটের প্রায় ৪৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে৷ এটা জানতে পেরেই অভিনেত্রী জ্যাকলিন ও নুসরত নিজেদের কোয়ারেন্টাইনে নিয়ে গিয়েছেন৷ এদিকে অমিতাভ বচ্চন, মালাইকা অরোরা খান, সঞ্জয় দত্তরা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ইতিমধ্যেই।

কয়েকদিন আগেই রটে গিয়েছিল ভিকি কৌশলের সঙ্গে নাকি একেবারে বিয়ের তারিখ ঠিক করে ফেলেছেন ক্যাটরিনা কাইফ৷ এমনকী, বিয়ে কোথায় হবে তাও নাকি ঠিক করে ফেলেছেন তাঁরা৷ তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি কেউ-ই৷ তবে ভিকির পর ক্যাটরিনার করোনা আক্রান্ত হওয়ায় নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু !

করোনা আক্রান্ত বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশল। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, ‘সমস্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও আমি করোনা আক্রান্ত হয়েছি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন।’
করোনা আক্রান্ত ভিকি কৌশল, ভূমি পেদনেকার

বিগত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়ে ভিকি বলেন, ‘দয়া করে আপনারা পরীক্ষা করান। ভালো থাকুন, সুস্থ থাকুন।’ সোনাক্ষি সিনহা, ফাতিমা সানা শেখ, বাদশা, সোফি চৌধুরী সহ একঝাঁক অভিনেতা ভিকির আরোগ্য কামনা করেছেন এদিন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।Source link