bollywood actress shashikala passes away: প্রয়াত অভিনেত্রী শশীকলা – bollywood actress shashikala passes away

Share Now

হাইলাইটস

  • প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শশীকলা
  • খলনায়িকার চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলেন শশীকলা
  • সলমনের ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শশীকলা৷ বয়স হয়েছিল ৮৮৷ মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী শশীকলা৷

বলিউডে প্রায় ১০০টি-র বেশি ছবিতে অভিনয় করেছেন শশীকলা৷ সেই সময়ের ডাকসাইটে অভিনেত্রীদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন তিনি৷ তবে নায়িকার থেকে বেশি খলনায়িকার চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলেন শশীকলা৷ অশোক কুমার, মীনা কুমারি অভিনীত ‘আরতি’ ছবিতে তাঁর নেগেটিভ চরিত্রে অভিনয় দারুণ প্রশংসা পেয়েছিল৷ এরপর থেকেই যেন খলনায়িকার চরিত্রে বেশি অফার পেতে শুরু করেন শশীকলা৷ তবে ‘আরতি’ ছবি ছাড়াও, রেখা অভিনীত ‘খুবসুরত’, ধর্মেন্দ্র-শর্মিলা ঠাকুর অভিনীত ‘অনুপমা’, ‘আয়ি মিলন কি বেলা’ ছবিতে অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল৷

পরের দিকে শাহরুখ, সলমনের ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল শশীকলাকে৷ বাদশা ছবিতে শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন৷ মুঝসে শাদি করোগি ছবিতে সলমনের দিদার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে৷ করণ জোহরের কভি খুশি কভি গম ছবিতেও কেমিও চরিত্রে দেখা গিয়েছিল শশীকলাকে৷

২০০৭ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় অভিনেত্রী শশীকলাকে৷ এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোলাবার একটি গির্জায় শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রী শশীকলার৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


Source link