Amitabh Bachchan Remembers Indu Jain Chairman Of Times Of India Group – পুরানো সেই দিনের কথা… Amitabh Bachchan-এর স্মৃতিতে ইন্দু জৈন | Eisamay

Share Now

এই সময় ডিজিটাল ডেস্ক: ১৩ মে প্রয়াণ হয়েছে Times of India Group-এর চেয়ারম্যান Indu Jain-র। সম্প্রতি Amitabh Bachcha-এর স্মৃতিচারণে উঠে এলে ইন্দু জৈন-এর সঙ্গে তাঁর সু-সম্পর্কের কথা। টাইমস অউ ইন্ডিয়ার জন্যে লেখা একটি Exclusive আর্টিকলে অমিতাভ বচ্চন জানান প্রয়াত ইন্দু জৈন-এর সঙ্গে তাঁর দীর্ঘ ৬০ বছরের সম্পর্ক ছিল। বিগ বি-র স্মৃতিচারণে উঠে এসেছে কত বড় মনের মানুষ ছিলেন ইন্দু জৈন। তাঁর চোখেমুখে কখনও বিরক্তি দেখেননি তিনি। লম্বা পোস্টে অমিতাভ বচ্চন লেখেন, ‘সাহু জৈন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাহু শান্তি প্রসাদ জৈনের সঙ্গে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। সেই সূত্রেই ৬০-এর দশকে কলকাতার আলিপুরে তাঁদের জৈন হাউসে বেশ কিছুদিন কাটিয়েছি আমি। সেই সময়ে আমাকে পরিবারের সদস্যের মতোই আদর যত্নে রাখা হয়েছিল। বিশাল যৌথ পরিবারের সবাই মিলেমিশে হাসি ঠাট্টায় দিন কাটাত। আর সবার সব প্রয়োজনের দিকে হাসিমুখে খেয়াল রাখতেন ইন্দু জৈন। খাবার টেবলে সবাইকে খেতে দিয়ে নিজে খেতে বসতেন। তিনি এতটাই সাদামাটা মানুষ ছিলেন, যে শাশুড়ি রমাজির সঙ্গে রান্নাঘরের মাটিতে বসে কিচেন স্টাফদের সঙ্গে মিলে কাজ করতেন মাঝেমধ্যেই। সেই সময়ে আমার কোনও ধারণা ছিল না, সমাজের জন্যে বিশেষ করে মহিলাদের জন্যে কত কাজ করতেন ইন্দুজি। তবে একটি বিশেষ দিনের কথা আমার স্পষ্ট মনে আছে। একদিন তিনি অনেক মহিলাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। একটা মজার খেলা হয়েছিল। সেই খেলায় আমাকেও নেওয়া হয়েছিল। সবাইকে বলা হয়েছিল, দৈনন্দিন জীবনের কোনও সাধারণ মানুষের মতো কাজ করে দেখাতে হবে। আমার ভাগে পড়েছিল ভিক্টোরিয়ার সামনে ফুচকাওয়ালার চরিত্র।’

আরও পড়ুন: ৫২ পেরিয়ে আজও Amitabh Bachchan-ই মোস্ট ওয়ান্টেড!

দিল্লির গুরুদ্বারের Covid Care কেন্দ্রে ২ কোটি টাকার অর্থ সাহায্য Amitabh Bachchan-এর

এভাবেই জৈন পরিবারের সঙ্গে কলকাতায় কাটানো সময় একদিন ফুরিয়ে আসে। কিন্তু যখনই Indu Jain –এর সঙ্গে তাঁর দেখা হয়েছে সবসময়েই সামনে পেয়েছেন এক অসম্ভব ডিগনিফায়েড নারীকে। ‘আমার কাছে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য গুণ ছিল বিনম্র এবং সহজসরল ব্যবহার। ওঁর মতো বড় মাপের একজন মানুষের মধ্যে এই গুণই তাঁকে সবার প্রিয় করে তুলেছিল। আজকালকার দিনে এমন মানুষ সত্যিই দুর্লভ।’

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।


Source link