Aishwarya Rai: ঐশ্বর্যের প্রেমে ঠিক কবে পড়েছিলেন? উত্তর দিলেন অভিষেক – abhishek bachchan on falling in love with aishwarya rai

Share Now

হাইলাইটস

  • রোজ রোজ সেলিব্রেট করছেন অভিষেক
  • ঐশ্বর্যের প্রতি প্রেম জেগেছিল অভিষেকের মনে
  • সেখানে দেখা গিয়েছে আবিরে রঙে রেঙে উঠেছেন তিনি

এই সময় ডিজিটাল ডেস্ক: অভিষেকের ঘরে কেন সুন্দর বউ? তা নিয়ে কদিন আগেই দারুণভাবে ট্রোল হয়েছেন অভিষেক বচ্চন৷ অবশ্য তা নিয়ে খুব একটা মাথা ঘামাননি জুনিয়ার বচ্চন৷ তার চেয়ে বরং ঐশ্বর্য রাই বচ্চনের প্রেমে বুঁদ হয়ে থাকাটাকেই বেছে নিয়েছেন তিনি৷ আর আজও সেই প্রেমকে রোজ রোজ সেলিব্রেট করছেন অভিষেক৷

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেকের নতুন ছবি ‘দ্য বিগ বুল’৷ ইতিমধ্যেই এই ছবি নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে৷ মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে৷ তবে তারই মাঝে এই ছবির প্রোমোশনে অভিষেক বলছেন, ঠিক কোন সময় ঐশ্বর্যের প্রতি প্রেম জেগেছিল অভিষেকের মনে!

অভিষেক জানিয়েছেন, অভিষেকের সঙ্গে আমার প্রথম ছবি ‘ঢাই অক্ষর প্রেম কে’৷ তখন থেকেই আমাদের মধ্যে বন্ধু্ত্ব শুরু হয়েছিল৷ তবে প্রেম হল উমরাও জান ছবির শুটিং থেকেই৷ আসলে বিধাতাই চেয়েছিল ঐশ্বর্য ও আমার মিলন!

হোলির দিন এক পুরনো ছবি আপলোড করেছিলেন অভিষেক, যা দেখে নেটিজেনরা দু’জনের প্রেমের উত্তাপ মাপতে পেরেছিল কিছুটা৷ জুনিয়ার বচ্চন, তাঁর ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছিলেন, সেখানে দেখা গিয়েছে আবিরে রঙে রেঙে উঠেছেন তিনি৷ সঙ্গে মেয়ে আরাধ্য ও ঐশ্বর্য৷ রংখেলা এতটাই ক্লান্ত যে মাঠের মধ্যেই শুয়ে পড়েছেন অভিষেক৷ তবে মাথাটা তাঁর স্ত্রী ঐশ্বর্যের কোলেই৷

অবশ্য ছবিতে ঐশ্বর্যের মুখ দেখা যায়নি৷ কিন্তু অভিষেকের চোখে রং মাখা স্ত্রীয়ের মুখের ঝলক দেখা গিয়েছে ভালোবাসা মাখা হাসিতেই৷

এই ছবি শেয়ার করে অভিষেক লিখেছিলেন, ‘এটা সেই সময়ের ছবি যখন সময়টা ছিল কেয়ারফ্রি৷ হ্যাপি হোলি সবাইকে৷ সবচেয়ে সুন্দর রঙিন এই ফেস্টিভ্যাল৷ রং খেলুন, তবে সাবধানতা মাথায় রেখে৷ কোভিডের বিধি নিষেধ মেনে৷ ঘরেই থাকুন, গুজিয়া খান, গুরুজনদের আর্শীবাদ নিন৷ ভালো থাকুন৷’
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।Source link