শহরবাসীর মনের অসুখ দূর করতে এবার উদ্যোগ নিলেন ঋতাভরী, Ritabhari Chakraborty started a helpline number to solve mental problems,

Share Now

News

lekhaka-Moumita bhattacharyya

করোনা ভাইরাসে মহামারিতে ভালো নেই শহর কলকাতা, ভালো নেই এই রাজ্য–দেশ। প্রতিদিন কোনও না কোনও ব্যক্তি তাঁদের প্রিয়জনকে হারাচ্ছেন। খারাপ খবর যেন প্রতিদিনের রোজনামচায় পরিণত হয়েছে। এইরকম পরিস্থিতিতে মন ভালো নেই ঋতাভরী চক্রবর্তীর। তাঁর এই অবস্থার সঙ্গে সঙ্গে তিনি বাকিদেরও অবস্থা বেশ অনুভব করতে পারছেন। মহামারির সময়ে একঘেঁয়ে ঘরবন্দী থাকতে থাকতে রাগ, দুঃখ, হতাশা, একাকীত্বের মতো সমস্যায় যাঁরা রয়েছেন তাঁদের পাশে এসে দাঁড়ালেন ঋতাভরী। এমন এক হেল্পলাইন নম্বর যেখানে বিনামূল্যে অভিজ্ঞ মনোবিদ এবং কাউন্সিলরা কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে।

Positive Story : ফের এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

শহরবাসীর মনের অসুখ দূর করতে এবার উদ্যোগ নিলেন ঋতাভরী, চালু করলেন হেল্পলাইন নম্বর

ছবি সৌ:সোশ্যাল মিডিয়া

ঋতাভরীর এই উদ্যোগের নাম ‘‌হিল উইথ মি’‌। এখানে শুধু মানসিক সমস্যায় ভুগছেন তাঁরাই ফোন করবেন না, ফোন করতে পারেন তাঁরাও যাঁরা এই করোনা আবহে হতাশা ও আতঙ্কে রয়েছে, কেউ আবার মনের কষ্টে দিন কাটাচ্ছেন কিন্তু বলতে পারছেন না কাউকে। এমন মানুষরাও নির্দ্বিধায় ফোন করতে পারেন। পাবেন মনের কথা বলার সুযোগ, মিলবে পরামর্শ ভালো থাকার তাও বিনামূল্যে। তাই অবশ্যই মনের রোগ দূর করতে ফোন করতে পারেন ১৮০০২০৩৯৮৬৫ নম্বরে, সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে।

ঋতাভরীর বন্ধু রাহুল দাশগুপ্ত এবং সহায়তা ক্লিনিকের সঙ্গে মিলে এই উদ্যোগ অভিনেত্রীর। ঋতাভরী জানিয়েছেন করোনায় সুস্থ থাকার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে। মন ভালো থাকলে শরীর ও ভবিষ্যত সুন্দর থাকবে বলেই মনে করেন অভিনেত্রী। ঋতাভরী মডেলিং ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের অত্যন্ত প্রিয় এই অভিনেত্রী মানুষের পাশে দাঁড়াতে কখনই পিছু পা হন না। মানসিক অবসাদ বা মনের রোগ নিয়ে সম্প্রতি মিমি চক্রবর্তীও সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

 • কেমন হবে এবারের বর্ষা, দেশে মৌসুমী বায়ুর প্রবেশের আগের মুহুর্তে নতুন করে ভবিষ্যদ্বাণী আবহাওয়া দফতরের
 • সোনার দাম বিয়ের মরশুমে ৫০ হাজার টাকার ঘর ছুঁইছুঁই, কলকাতায় ১ জুন দর কোনদিকে
 • একের পর এক গুলির আওয়াজ! ভর দুপুরে সিঁথির মোড়ের ঘটনায় তীব্র আতঙ্ক
 • জাতীয় লাইব্রেরিতে বাংলা সহ ১৩টি ভাষায় সবেতন ইন্টার্নশিপের সুযোগ, বিস্তারিত জেনে নিন
 • গরম থেকে কি মিলবে স্বস্তি, জুন মাসের বৃষ্টিপাত নিয়ে কী ভবিষ্যদ্বাণী আবহাওয়া অফিসের?
 • পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে গেল মুম্বইয়ে, ১ জুন কলকাতা সহ বাকি শহরে জ্বালানির দর একনজরে
 • করোনা কালে সাহায্য চাওয়ার নামে চলছে প্রতারণা, হদিশ দিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা
 • সোনার দামের সঙ্গে রুপোর মূল্যও উর্ধ্বমুখী, ৩১ মে কলকাতায় দর একনজরে
 • করোনায় সংক্রমণের সংখ্যা কমলেও উদ্বেগের কেন্দ্রে কলকাতা-উত্তর ২৪ পরগনা, ভয় ধরাচ্ছে মৃত্যুর সংখ্যা না কমার ঘটনা
 • লক্ষ লক্ষ টাকা গায়েবের পরেও অক্ষত একের পর এক এটিএম, রহস্য উদঘাটনে লালবাজার
 • করোনা সংক্রমিতদের চিকিৎসায় ইসলামিয়া হাসপাতাল, পথ চলা শুরু ফিরহাদের হাত ধরে
 • পেট্রোল-ডিজেলের দাম ৩০ মে কলকাতা,মুম্বই, দিল্লিতে কত, একনজরে তালিকা

English summary

Ritabhari Chakraborty started a helpline number to solve mental problems


Source link