নেট দুনিয়া থেকে আচমকা গায়েব মনামী ঘোষ, Monami Ghosh’s mother was infected with coronavirus and was admitted to the hospital,

Share Now

News

lekhaka-Moumita bhattacharyya

সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁর কোনও পোস্ট নজরে না পড়ায় উদ্বিগ্ন নেটজেনরা তাঁকে মেসেজের পর মেসেজ করে যেতে থাকেন। শনিবার রাতে নেটিজেন সহ তাঁর ভক্তদের মনামী জানান যে তিনি কেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না।

নেট দুনিয়া থেকে আচমকা গায়েব মনামী ঘোষ, পোস্ট করে নিজেই জানালেন কারণ

ছবি সৌ:ইনস্টাগ্রাম

আসলে গত ২দিন ধরে মনামীর মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার রাতেই ভক্তদের এই কথা জানিয়েছেন তিনি। মা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ফেসবুকে লড়াইয়ের কাহিনি জানান অভিনেত্রী। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে তিনি কখনও কোনও খারাপ খবর শেয়ার করেননি, এখনও সেটা বজায় রেখে ভাওল খবর শেয়ার করছেন।

এরপরই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানান টলিউড অভিনেত্রী। তিনি লেখেন, ‘‌২২ দিনের একটা লড়াই কিছুটা জিতে আর বাড়ি এলাম মা-কে নিয়ে। মা লড়ল বেডে শুয়ে আর আমি কখনও আইসিইউ বেডের সামনে দাঁড়িয়ে, কখনও হাসপাতালের বাইরে বা কখনও বাড়িতে রাত জেগে…কিছু মানুষ ছাড়া এই লড়াই লড়তেই পারতাম না… শিবপ্রসাদ মুখোপাধ্যায় একদম ঠিক সময় তোমার ফোনটা না এলে বোধহয় ঠিক সময় লড়াইটা শুরুই করতে পারতাম না।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারশ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার

সৈকত ভাদুড়ি তুমি যা যা করেছো এই ক’দিনে, মায়ের একটা ছেলে থাকলে এটাই করত। অনিন্দিতা সেনগুপ্ত তুমি আমার কাছে অ্যাঞ্জেল ছিলে আর থাকবে… ডা. প্রতীম সেনগুপ্তকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। বেলভিউ ক্লিনিকের প্রত্যেক কর্মীকে ধন্যবাদ আমার মায়ের খেয়াল রাখার জন্য।’‌

প্রসঙ্গত, মনামী সবসময়ই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিজের নাচের ভিডিও থেকে শুরু করে ঘুরতে যাওয়ার ভিডিও তিনি সবসময় আপলোড করছেন তাঁর ভক্ত–অনুগামীদের জন্য। সম্প্রতি তাঁর ওয়েব সিরিজ মৌচাক মুক্তি পেতে চলেছে হইচই–তে। এখন সেই ওয়েব সিরিজের অপেক্ষায় রয়েছেন সকলে।

 • করোনার ছত্রতলে বাড়ছে একাধিক রোগ, হাসাপাতালে ভর্তির ১০ দিনের মধ্যেই মারা যাচ্ছেন অর্ধেক রোগী
 • ভারতে করোনা গ্রাফে ১৫ লক্ষের নিচে অ্যাক্টিভ রোগীর সংখ্যা, ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত
 • কোভিড: করোনাভাইরাসের টিকার কি তৃতীয় ডোজ নিতে হবে?
 • বিশ্বে মোট বিতরণ করা ভ্যাক্সিনের ৬০ শতাংশ পেয়েছে ভারত-চিন এবং আমেরিকা
 • ব্রাজিলে করোনা ভাইরাসে শিশু মৃত্যুর হার কেন সর্বাধিক? সমীক্ষায় উঠে এল ভয়ঙ্কর সত্য
 • করোনা সংক্রমণে ৩ লক্ষ ছাড়িয়ে গেল কলকাতাও, একনজরে বাংলার ২৩ জেলার পরিসংখ্যান
 • বাংলায় কমছে করোনার দৈনিক সংক্রমণ, বাড়ছে মৃত্যু! সক্রিয় কমে ৫০ হাজারের নিচে
 • শিশুদের কোভিড আক্রান্তের সম্ভাবনা বাড়লেও হাসপাতালের প্রয়োজন নগন্যের, বলছেন বিশেষজ্ঞ
 • থার্ড ওয়েভ শিয়রে প্রায়, শিশু-কিশোরদের সুরক্ষিত রাখতে কোন কোন ভ্যাকসিন আসছে ভারতে
 • ভারতে তৈরি কোভ্যাক্সিন তল পাচ্ছে না আমেরিকায়, ব্রাত্য রাশিয়ার স্পুটনিক ভিও
 • কোভিড ১৯ টিকা নিলেই মৃত্যু সংক্রান্ত খবর ‘ভুয়ো’, মানল ফেসবুক-ইনস্টাগ্রাম
 • ‘অখিলেশ কো তাজ দিলায়েঙ্গে’, করোনা বিধি উড়িয়ে বিয়ের আসরে উদ্যাম নাচ, সপা নেতার বিরুদ্ধে FIR

English summary

Monami Ghosh’s mother was infected with coronavirus and was admitted to the hospital


Source link